ফুটবলের মধ্যে মিলল ২কেজি হেরোইন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

এবার নতুন চমক দিয়েছে অবৈধ মাদক দ্রব্য হেরোইন। রাজশাহীতে হোরোইন ফুটবলের সাথে লুকোচুরী খেলতে গিয়ে ধারা খেল র‌্যাব-৫ এর হাতে। জেলার গোদাগাড়ী উপজেলায় ফুটবলের ভেতরে নতুন কৌশলে মাদক পাচারকালে ২কেজি হেরোইন জব্দ করেছে র‌্যাব-৫।

রবিবার ২৭ অক্টোবর র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানা যায়, র‌্যাব-৫ শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই ঘটনায় কাউকে আটক না করতে পারলেও হেরোইন জব্দ করেছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।

শনিবার রাত ৯টার সময় উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পায়। পরে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে জমিতে ফেলে পালিয়ে যায়। সার্বিক পরিস্থিতি সন্দেহের সৃষ্টি করে। যার কারনে পরিত্যক্ত ফুটবলটি পর্যবেক্ষন করা হয়। পরে ফুটবলটি কেটে ভিতরের অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। বলের ভেতরে বিশেষ কায়দায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন রাখা হয়েছে।

এবিষয়ে গোদাগাড়ী মেডল থানায় জিডি করা হয়। র‌্যাবের উদ্ধারকৃত হেরোইন থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *