বিশ্বজুড়ে নানা টুর্নামেন্টের দায়িত্বে বাংলাদেশি আম্পায়াররা


ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশের আম্পায়াররা দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে ভালো করে আসছেন। এর আগে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে যোগ দিয়েছেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। তারপর আইসিসি প্যানেল আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাক সুমন।

সবশেষ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এবার তাদেরকে নতুন দায়িত্ব দিল আইসিসি। মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ এশিয়া-‘এ’ কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার সুমন।

সস্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বেশে সুনাম কুড়িয়েছে বাংলাদেশে আম্পায়াররা। মুকুল ক্রিকেটে বেশ পরিচিত মুখ। কানাডায় ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচগুলোতে দায়িত্ব পালন করতে দেখা যাবে এই তাকে।

সবশেষ যুব বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মুকুল। ২০০৭ সালের নভেম্বরে লিস্ট-এ ম্যাচে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়। পরের বছর ডিসেম্বরে প্রথম শ্রেণীর ম্যাচে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন।

২০১৮ সালের ২১ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা বনাম জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে মুকুলের পথচলা শুরু হয়।

বাংলাদেশের আরেক আম্পায়ার তানভির আহমেদ, তিনি দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ায় টি-২০ বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রেজিওনাল-‘বি’-এর ম্যাচগুলোতে।

২০০৫-০৬ সালে বাংলাদেশের প্রথম লিস্ট ম্যাচ এবং ২০০৭-০৮ সালে প্রথম প্রথম শ্রেণীর ম্যাচে আম্পায়ার হন তানভির। ২০১২ সাল থেকে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আম্পায়ার হিসেবে আছেন।

২০১৮ সালের নভেম্বরে আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হন তানভির। সে বছরই ডিসেম্বরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-২০ ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়।

কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে আরেক আম্পায়ার রাহুল। ২০২১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় তার।

অন্যদিকে আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *