কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার সকাল দশটায় কাউখালী উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় কাউখালী সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত তালুকদার, কৃষক দলের সভাপতি মারুফ হাওলাদার, মৎস্য দলের আহবায়ক আসাদুজ্জামান মন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলাদ হোসেন মইন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন। সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল। চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার সহ একটি মেডিকেল টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *