মো.রফিকুল ইসলাম:
ফরিদপুর জেলার বোয়ালমারীতে শত বছরের পুরনো আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর-২০২৪ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে প্রতিকুল আবহাওয়া আর বৃস্টিতেও থেমে থাকেনি এ নৌকা বাইচ প্রতিযোগিতা। এবারের নৌকাবাইচে ছিল দর্শকদের প্রচুর ভিড়।
তেলজুড়ীর নৌকাবাইচে এবার বৃষ্টিতেও প্রচুর দর্শকের সমাগম
এ নৌকাবাইচ দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী প্রায় অর্ধলক্ষ দর্শনার্থী নদীর দুই পাড়ে ভিড় জমায়। জানা যায়, বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব ও গ্রামীণ মেলা ১২৫ বছর আগে তেলজুড়ী গ্রামের জনৈক নেছারুদ্দীন বিশ্বাস নামে এক কৃষক গোড়পত্তন করেন। কৃষি কাজের পাশাপাশি মুসলিমদের সুন্নাতে খাতনা দেওয়া ছিলো তার পেশা, যে কারনে স্থানীয়দের মাঝে মেলাটি “হাজামের মেলা” নামেও পরিচিত।
এ বছর নৌকাবাইচ ও গ্রামীণ মেলার প্রধান অতিথি ছিলেন আরডিড গ্রুপের এমডি ও সিইও আজিজুল আকিল ডেভিড সিকদার, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলনেতা সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
প্রধান অতিথি ডেভিড সিকদারের সহধর্মিণী ফাতেমা ইয়াসমিন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল, ওসি (তদন্ত) মজিবুর রহমান ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বাইচ শেষে সন্ধ্যায় বিজয়ী ৩ টি নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সকল নৌকাকে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।