আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্টন থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব’র সাবেক সহ-সভাপতি হাসিবুর রহমান দ্বীপ মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে এ সভা করেন। এসময় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা দেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী জসিমউদদীন কাকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ারেশ-উর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহারিয়ার কিরণ, উপজেলা বিএনপি নেতা আবু মুসা, উপজেলা যুবদল নেতা এম এম সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. লায়েকুজ্জামান ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সর্বশেষ প্রবিধানমালা অনুযায়ী জানা যায়, এডহক কমিটি ‘সভাপতি, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও সদস্য সচিব’ এর সমন্বয়ে ৪ (চার) সদস্য বিশিষ্ট হবে। এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ হবে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী জসিমউদদীন কাকুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণত যোগ্যদের প্রাধান্য দিতে হবে। হাসিবুর রহমান দ্বীপ স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি ছাত্র জীবন থেকেই বেড়ে ওঠা এক নেতৃত্ব। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহকের সভাপতির দায়িত্ব পেলে পড়ালেখার মানোন্নয়ন হবে।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু বলেন, হাসিবুর রহমান দ্বীপ আমাদের আলফাডাঙ্গা উপজেলার একজন গর্বিত সন্তান। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতি করার কারণে বহু মিথ্যা মামলার আসামি হয়েছেন। একাধিকবার কারাভোগ করতে হয়েছে। তার মতো একজন যোগ্য সাবেক ছাত্র নেতা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসা প্রয়োজন।
জানতে চাইলে হাসিবুর রহমান দ্বীপ বলেন, আমি বুঝতে শিখেই শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেছি। দলের দুর্দিনে আন্দলোন-সংগ্রামে গিয়ে ৪৯ টি মিথ্যা মামলার আসামি হয়েছি। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন ভাবে সাজিয়ে তুলতে হবে। একারণেই আমাদের এলাকার ঐতিহ্যবাহী শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছি। শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিয়ে সর্বোচ্চ কাজ করবো।