আলফাডাঙ্গায় ব্যক্তি উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি উদ্যোগে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মো. মোনায়েম খান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন ও সাধারণ উত্তীর্ণ ৯৩ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে কামারগ্রাম কাঞ্চন একাডেমি’র প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক কাওছার প্রামাণিক, সিনিয়র শিক্ষক নাসিরুদ্দিন মিয়া, সহকারী শিক্ষক তাজিকুর রহমান, সহকারী শিক্ষক মহসীন আলমসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তা মো. মোনায়েম খান জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

এরপর একই স্থানে অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *