ফরিদপুর প্রতিনিধি:
চট্টগ্রামে হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জঙ্গি সংগঠন ইসকন-কে নিষিদ্ধের দাবীতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মা বাদ উপজেলা তাওহীদি জনতার আয়োজনে সালথা সদর বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সালথা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবজাদা আল্লামা জহুরুল হক রহ: মাওলানা নেছারুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, সালথা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মাওলানা কাজী কামরুজ্জামান, হাফেজ এনামুল হাসান, মাওলানা আবুল হোসেনসহ অনেকে। এছাড়াও সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার খুনিদের বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।