ফরিদপুরে অসহায় শীতার্তদের পাশে মানবতার ফেরিওয়ালা সুমন রাফি

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:


ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের দাপট মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল সারাদেশের ন্যায় ফরিদপুরের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন শ্রেণীর মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন জেলার আলফাডাঙ্গা-বোয়ালমারী উপজেলার সাধারণ মানুষের নিকট মানবতার ফেরিওয়ালা ও রক্তযোদ্ধা হিসেবে খ্যাত মো. হেদায়েতুর রাফি সুমন (সুমন রাফি)।

গত বুধবার ও বৃহস্পতিবার নিজস্ব অর্থায়নে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার কয়েক শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সুমন রাফি।

খোঁজ নিয়ে জানা গেছে, সুমন রাফি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর সদরের ছোলনা গ্রামের বাসিন্দা। ২০০৯ সালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। শিক্ষাজীবন শেষে চাকরি না করে ব্যবসা ও মানবসেবামূলক কাজ করে আসছেন। ছোটবেলা থেকেই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার পণ করেন তিনি। সাধ্য অনুযায়ী সমাজের অসহায়, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে বিভিন্নভাবে উপকৃত করেছেন। যেকারণে তিনি এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত। অপরদিকে প্রায় ৬ হাজার মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। কারও রক্ত লাগবে জানা মাত্রই পাগলের মতো ছুটে যান। সেকারণে রক্তযোদ্ধা হিসেবেও এলাকায় তার বেশ পরিচিত।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে সুমন রাফি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নিতে আমার কষ্ট হয়। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের মাঝে এসেছি; পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে অসহায় এক ষাটোর্ধ্ব মহিলা হঠাৎ কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুবই কষ্ট হয়েছে। সুমন রাফির দেওয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।

কথা হয় মানবতার ফেরিওয়ালা সুমন রাফির সঙ্গে। তিনি জানান, অসহায় ও হতদরিদ্র অর্থাৎ শীতবস্ত্র কেনার সামর্থ্য যাদের নেই, তাদের জন্য আমার নিজ তহবিল থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। গোটা শীত মৌসুমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *