ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির-সম্পাদক পিয়াল

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে (২০২৫) সভাপতি পদে কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে চারটি বুথে শান্তিপূর্ণভাবে ৯৩ জন ভোটারের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে বিকেল পৌনে ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম এ সালাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশন ও ইত্তেফাকের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট।

সহসভাপতি পদে সঞ্জিব দাস ৫২, মো. আশরাফুল ইসলাম দুলাল ৪৯ এবং শেখ মনির হোসেন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহসাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক খন্দকার আলী আরশাদ কাজল এবং কার্যনির্বাহী সদস্য পদে এস এম জাহিদ, মানিক কুমার দাস, এস এম রুবেল, মো. জাহিদুল ইসলাম, বিকে শিকদার সজল ও রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ৫ জন। তাঁরা হলেন, দপ্তর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মো. মুইজ্জুর রহমান রবি এবং ক্রীড়া সম্পাদক শ্রাবণ হাসান।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ সালাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান ও মঞ্জুয়ারা স্বপ্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *