সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সালথা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত লিয়ন মাতুব্বর পার্শ্ববর্তী ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাতে চরকামদিয়া গ্রামের আজিজুল শেখের বাড়ির সামনে থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ লিয়নকে গ্রেফতার করে থানা পুলিশ। লিয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।