আদমদীঘিতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আদমদীঘি সামাজিক সংস্থা (আসাস) এর উদ্যোগে মুরইল বেগম মহসিনা আদর্শ স্কুল চত্বরে প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আদমদীঘি সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আলমের সভাপতিত্বে ও এমদাদুল হক বাদশার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নসরতপুর ইউপির যুব বিভাগীয় দায়িত্বশীল রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু, নসরতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী, মাওলানা আসাদুল হক, লুৎফর রহমান, উপজেলা জামায়তে ইসলামীর আমির আতোয়ার হোসেন প্রমূখ।

উক্ত সভায় কোরআন তেলওয়াত করেন বিবি হাজেরা এতিম খানার সহ সুপার মাওলানা আবু ইউসুফ। সভাশেষে অতিথিরা প্রায় তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *