সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা 

সালথা(ফরিদপুর)প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। এসময় পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল শেখের ছেলে সজীব শেখ (২০) ও একই এলাকার নাজির শেখের ছেলে এলাহী শেখ (৩০)।এছাড়াও উপজেলার আরও তিনটি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *