পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার মারা গেছেন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

পল্লী কবি জসীম উদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার রাতেই মরদেহটি ফরিদপুর শহরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও (ঢাবি) শিক্ষক ছিলেন। বছরের বিভিন্ন সময় তিনি বিদেশে (জার্মান), ঢাকা ও নিজগ্রাম ফরিদপুরে বসবাস করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ড. জামাল আনোয়ার বাসু ব্যক্তি জীবনে দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলনে। জার্মানিপ্রবাসী তার প্রথম স্ত্রী ২০২১ সালে সেখানেই মারা যান। প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আনিদ্রো আনোয়ার জার্মানি প্রবাসী। তবে বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ারের দুই মেয়ে মধুমালা জসীম উদ্দীন ও নকশি আনোয়ার জসীম উদ্দীন।

জানা গেছে, ড. জামাল আনোয়ার বাসু গত ২৩ ডিসেম্বর সকালে ফরিদপুরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহতাবস্থায় তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *