সালথায় জাতীয় সমবায় দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২ অক্টবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর জাতীয় পাতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

আরো বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ সাইদুজ্জামান, সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার, থানার উপপরিদর্শক সামিত মজুমদার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক আলী সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, সমবাযীরা পারে দেশের মানুষকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে ‌ সহযোগিতা করতে পারে। এজন্য তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা ‌সমবায়ের উন্নয়নে সরকারের ‌ সহযোগিতা কামনা করেন। এছাড়া সমবায়ের উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। বক্তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সমবায়ের বিকল্প নেই । আর তাই সমবায়ী দের এগিয়ে যেতে হবে।

সমবায় আর্থ সামাজিক আন্দোলন। সমবায় সমিতি থাকলে বাজার ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব ‌ এতে সাধারণ ‌ জনগণ উপকৃত হবে। এখানে কৃষকরা সরাসরি ‌ তাদের পণ্য বেচাকেনা করতে পারবে যাতে ন্যায্য মূল্য সাধারণ জনগণ উক্ত পণ্যগুলি কিনতে পারে। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সৎ থাকতে হবে করতে হবে তাহলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *