প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাক্ষাৎ কাল


ক্রীড়া প্রতিবেদক:


পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খেলোয়াড়দের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরো কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত থাকতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে নাজমুল হোসেন শান্তর দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যাবেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা ও জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। রাওয়ালপিন্ডিতে সিরিজ জয়ের পরপরই মাঠে থাকা অবস্থাতেই প্রধান ড. ইউনূসের উপদেষ্টা টাইগার অধিনায়কের সঙ্গে কথা বলেন ।তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি।

ফোনালাপে বাংলাদেশ দলের অধিনায়ককে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *